হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে একসঙ্গে ৬ সন্তান প্রসব, ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের গৃহবধূ সুমনা আক্তার (২৪) পরপর ছয়টি সন্তান প্রসব করেন। সুমনা ওই গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী ফরহাদ হোসেনের স্ত্রী।

শিশুদের মা সুমনা বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। শিশুগুলোর মধ্যে চারটি ছেলে ও দুটি মেয়ে। তবে ঘণ্টাখানেকের মধ্যে সবগুলোই মারা গেছে।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় প্রবাসী ফরহাদের মামা নজরুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন। 

সুমনার পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে উপজেলার কালমেঘা কড়ইচালা গ্রামের ফরহাদ হোসেনের সঙ্গে একই উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের সুমনার বিয়ে হয়। পাঁচ মাস আগে সুমনা অন্তঃসত্ত্বা হলে টাঙ্গাইলের এক গাইনি চিকিৎসক ওই দম্পতিকে জানান, সুমনার গর্ভে চারটি ভ্রূণ বড় হচ্ছে। এর পর থেকেই সুমনা নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। ১৫ দিন আগে তাঁর স্বামী সিঙ্গাপুর চলে যান। 

আজ বৃহস্পতিবার সকালে সুমনা পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন, একপর্যায়ে বাড়িতেই একটি সন্তানের জন্ম দেন। তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকেরা সুমনাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে স্বজনেরা সুমনাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি স্বাভাবিকভাবে পরপর আরও পাঁচটি সন্তান প্রসব করেন। 

সুমনার মামা শ্বশুর নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমিই সুমনাকে হাসপাতালে ভর্তি করেছিলাম। বাচ্চাগুলো জন্ম নেওয়ার এক ঘণ্টার মধ্যেই মারা যায়। সুমনার অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে।’ 

গড়গোবিন্দপুর উদয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুমনার অপর মামা শ্বশুর মো. শাহজাহান মিয়া আজকের পত্রিকাকে বলেন, এ দম্পতির কোনো সন্তানাদি নেই। তাঁদের একসঙ্গে ছয় সন্তানের জন্ম এবং মৃত্যুতে পরিবারটি হতবিহ্বল হয়ে পড়েছে।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু