হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে একই সময় একইভাবে দুই স্কুলছাত্রীর আত্মহত্যা

বাসাইল প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে একই ইউনিয়নে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাউলজানী বোর্ড বাজার ও বার্থা দক্ষিণপাড়া থেকে এ দুটি মরদেহ উদ্ধার করা হয়।

নিহতেরা হলো, বোর্ড বাজার এলাকার কামাল মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৪) ও দক্ষিণপাড়া এলাকার মোস্তফা সিকদারের মেয়ে দশম শ্রেণির ছাত্রী মুক্তা (১৫)। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকায় সন্ধ্যার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শারমিনকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে শারমিনের আত্মহত্যার কারণ জানা যায়নি।

শারমিনের চাচা জামাল মিয়া বলেন, ‘বাড়িতে কোনো ঘটনা ঘটেনি। তবে মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।’ 

এদিকে দক্ষিণপাড়া এলাকায় নিজের ঘর থেকে মুক্তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

মৃত মুক্তার বোনজামাই সোহেল বলেন, ‘ছোট বোনের সঙ্গে মুক্তার মনোমালিন্য হয়। পরে আমার শাশুড়ি মুক্তাকে বকাঝকা করেন। সেই অভিমান থেকে আত্মহত্যা করতে পারে।’ 

একই ইউনিয়নে প্রায় একই সময়ে একইভাবে দুই কিশোরীর মৃত্যুতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ওসি হারুনুর রশিদ বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’ 

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

দক্ষিণ আফ্রিকায় মির্জাপুরের যুবককে গুলি করে হত্যা

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

টাঙ্গাইলে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল