হোম > সারা দেশ > টাঙ্গাইল

ট্রেন দুর্ঘটনা: মায়ের মৃত্যুর এক দিন পর ছেলের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেন দুর্ঘটনায় মায়ের মৃত্যুর এক দিন পর দেড় বছর বয়সী শিশু তাওহীদ মারা গেছে। আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান পিয়ারা বেগম (৩৫)। এ নিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ। শিশু তাওহীদ উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

গত বুধবার দুপুরে ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাওহীদের মাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এতে ট্রেন দুর্ঘটনায় মারা যান পাঁচজন। নিহতরা সবাই ফলদা ইউনিয়নের বাসিন্দা।

উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার ঢেপাকান্দি এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাওহীদের মাসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় শিশু তাওহীদসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাওহীদ ও পিয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত