টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী। গতকাল বৃহস্পতিবার ভারতের একটি হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয়।
জানা গেছে, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোন্নাফ আলীর দুটি কিডনি নষ্ট হয়ে যায়। তিনি দীর্ঘদিন ধরে ভারতে চিকিৎসাধীন। চিকিৎসক তাঁর কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবন রক্ষায় স্ত্রী লাভলী বেগম তাঁর একটি কিডনি দেন।
ভূঞাপুরের সাবেক পৌর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সফলভাবে অস্ত্রোপচারের পর মোন্নাফ ও তাঁর স্ত্রী লাভলী বেগম সুস্থ আছেন।