হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি জোট করবে না’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেছেন, ‘কোনো দলের লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি আর জোট করবে না। জোট হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’ 

আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জহিরুল ইসলাম জহির আরও বলেন, ‘জাতীয় পার্টি কোনো দলের ক্ষমতায় যাওয়ার আর সিঁড়ি হবে না। আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমল দেশের মানুষ দেখেছে। তাঁরা এখন পল্লিবন্ধু এরশাদের শাসনামল ফিরে পেতে চায়।’ 

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের পল্লিবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন ও জনবন্ধু গোলাম কাদেরের সালাম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। 

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, সদস্যসচিব মোজ্জামেল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার সাহেদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ। 

সভায় মির্জাপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। আগামী সাত দিনের মধ্যে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত হয়। 

এ ছাড়া তিন মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের সম্মেলন করা হবে বলে জানান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার। সভায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু