হোম > সারা দেশ > টাঙ্গাইল

‘লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি জোট করবে না’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেছেন, ‘কোনো দলের লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি আর জোট করবে না। জোট হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’ 

আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জহিরুল ইসলাম জহির আরও বলেন, ‘জাতীয় পার্টি কোনো দলের ক্ষমতায় যাওয়ার আর সিঁড়ি হবে না। আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমল দেশের মানুষ দেখেছে। তাঁরা এখন পল্লিবন্ধু এরশাদের শাসনামল ফিরে পেতে চায়।’ 

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের পল্লিবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন ও জনবন্ধু গোলাম কাদেরের সালাম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। 

উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, সদস্যসচিব মোজ্জামেল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার সাহেদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ। 

সভায় মির্জাপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। আগামী সাত দিনের মধ্যে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত হয়। 

এ ছাড়া তিন মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের সম্মেলন করা হবে বলে জানান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার। সভায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন