হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে মির্জাপুরের কিশোর তানভীর নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

মাইলস্টোন স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল তানভীর হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের কিশোর তানভীর হোসেন মারা গেছে। তানভীর স্কুলটির অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে উপজেলার নগর ভাতগ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে। তানভীরের ছোট ভাই তাসরীফ হোসেন মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। বিমান বিধ্বস্তের সময় সে বাসায় থাকায় প্রাণে বেঁচে গেছে।

জানা গেছে, এক দশকের বেশি সময় ধরে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রুবেল উত্তরা এলাকায় বসবাস করেন। তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম ও সজীব বলেন, আজ সকালে তানভীর তার ছোট ভাই তাসরীফকে নিয়ে স্কুলে যায়। দুপুর ১২টার দিকে স্কুল ছুটি হলে তাসরীফ বাসায় চলে আসে। কোচিং থাকায় তানভীর স্কুলে থেকে যায়। বিমান বিধ্বস্তের পর তানভীরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগর ভাতগ্রাম নয়াপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী সহকারী আরিফ মোল্লা জানান, বিমান বিধ্বস্তে তাঁদের গ্রামের ছেলের মৃত্যুর খবরে সবাই শোকার্ত।

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত