হোম > সারা দেশ > টাঙ্গাইল

হঠাৎ কারখানা খোলায় ট্রাকে-পিকআপে ঢাকা ছুটছেন শ্রমিকেরা

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

১ আগস্ট থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় সরকারের এমন ঘোষণায় সারা দেশ থেকে ঢাকার পথে যাত্রা শুরু করছেন এসব কারখানার শ্রমিক-কর্মচারীরা। কিন্তু কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ, অটোরিকশায় ঢাকার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরেজমিনে দেখা গেছে, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলার এমন বহু দৃশ্য। খোলা ট্রাক বা পিকআপে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, গাদাগাদি করে দাঁড়িয়ে নারী-পুরুষ ঢাকায় ছুটছেন। হঠাৎ কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শ্রমিকেরা এমন বিপাকে পড়েছেন।

সিরাজগঞ্জ থেকে ট্রাকে আসা নারী শ্রমিক আয়েশা বেগম জানান, রাতে জানতে পেরেছেন রোববার থেকে তাঁদের কারখানা চালু হবে। এ জন্য উপায় না পেয়ে তিনি ট্রাকে রওনা হয়েছেন। বাইপাইলে তাঁদের কারখানার আরও কয়েকজন সহকর্মীও তাঁর সঙ্গে ট্রাকে রয়েছেন বলে জানান তিনি।
 
সালাম কাদের ও আমিনুর নামের দুই যাত্রী বলেন, অন্য কোনো উপায় না পেয়ে তাঁরা বেশি ভাড়ায় পিকআপের যাত্রী হয়েছেন। যেকোনো উপায়ে শনিবারের মধ্যে কারখানায় পৌঁছাতে হবে বলে জীবনের ঝুঁকি থাকলে এভাবে যেতে হচ্ছে বলে মন্তব্য তাঁদের।

এ প্রসঙ্গে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হকের সঙ্গে কথা হলে তিনি ট্রাক-পিকআপে যাত্রী যাওয়ার কথা স্বীকার করে বলেন, যাত্রীবাহী যানবাহন বন্ধ আছে এবং হঠাৎ করে কারখানা খুলে দেওয়ার ঘোষণা হয়েছে। সে জন্য তাঁরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার দিকে ছুটছেন। তবে এ বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও তিনি জানান।

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা