হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিজু উৎসব

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র নৃ জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব ফুল বিজু অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে ক্ষুদ্র নৃ জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা ভোরে গাছ থেকে ফুল সংগ্রহ করে আনেন।

ক্ষুদ্র জাতি নৃ গোষ্ঠীর শিক্ষার্থীরা জানায়, ফুল সংগ্রহ করে চার ভাগে ভাগ করে একভাগ ফুল ও নিমপাতা দিয়ে ঘরবাড়ি সাজানো, দ্বিতীয় ভাগ ফুল বৌদ্ধ বিহারে বুদ্ধের উদ্দেশ্যে উৎসর্গ করে প্রার্থনা ও ভিক্ষুসংঘ কর্তৃক প্রদত্ত ধর্মোপদেশ শ্রবণ, তৃতীয় ভাগ ফুল নদী, খাল বা পুকুরের পাড়ে তৈরি পূজামণ্ডপে রেখে প্রার্থনা এবং চতুর্থ ভাগ ফুল প্রিয়জনকে উপহার এবং বয়োজ্যেষ্ঠদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে নারীরা নিজেদের ঐতিহ্যগত পোশাক লাল-কালো রঙের পিনন পরে আর ছেলেরা ধুতি-ফতুয়া-পাঞ্জাবি পরে ‘ফুল বিজু’ উৎসবে মেতে ওঠেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাবিনা চাকমা জানান, সকালে ফুল সংগ্রহ করে পুকুরে ফুল ভাসিয়ে দিয়েছি। ফুল ভাসানোর মধ্যে দিয়ে পুরোনো বছরের দুঃখ বেদনাকে ভাসিয়ে দিলাম। চাকমা ছেলে-মেয়েরা নদী-হ্রদে ফুল ভাসিয়ে পুরোনো বছরকে বিদায় দেয় ও নতুন বছরকে স্বাগত জানায়। এ সময় তারা সবার মঙ্গল কামনায় প্রার্থনা করে। ঐতিহ্য অনুযায়ী আজ চাকমা পরিবারের লোকজন ফুল দিয়ে তাদের ঘর সাজাবেন। আগামীকাল বুধবার উৎসবের প্রধান দিন উদ্যাপিত হবে ‘মূল বিজু’। উৎসব শেষ হবে আগামী বৃহস্পতিবার ‘গজ্যাপজ্যা’ বা বিশ্রামের মধ্য দিয়ে। সরকারি ছুটি না থাকায় শিক্ষার্থীরা প্রথমবারের মতো ক্যাম্পাসেই ‘ফুল বিজু’ উৎসব পালন করে।  

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা