হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঝুলন্ত অবস্থায় ৯ বছরের শিশু উদ্ধার, ২ দিন পর মৃত্যু

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের বাসাইলে তৃষা (৯) নামে এক মেয়েশিশুকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সে মারা যায়।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গতকাল সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তৃষা উপজেলার ভাটপাড়া গ্রামের আবু ভূইয়ার ছোট মেয়ে। সে বাসাইল শহীদ ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। এ মৃত্যুর ঘটনায় আজ রোববার বাসাইল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৫টায় তৃষার মা তাঁর বড় ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঘরের সিলিং ফ্যানে সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে এবং বাঁচার জন্য ছটফট করছে।

এ সময় বাড়িতে কোনো লোকজন না থাকায় তৃষার মা ও ভাই মিলে তাকে উদ্ধার করে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তৃষার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। টাঙ্গাইল থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে।

এরপর টানা দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেল সাড়ে ৪ টায় তৃষার মৃত্যু হয়।

পরিবারের দাবি শিশু তৃষার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নানা ধরনের শারীরিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান তারা।

এ ব্যাপারে বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল শনিবার শিশু তৃষার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা