হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক তিন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার কোকডহড়া ইউনিয়নের বানিয়ারা কাগুজিপাড়া বাজারসংলগ্ন জনৈক তালেবের বাড়ির পুকুর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিন কিশোরকে আটক করেছে। 

নিহত স্কুলশিক্ষার্থী রাহাত হোসেন (১৩) আগবানিযারা গ্রামের মুদিদোকানি শাহাদত হোসেনের বড় ছেলে এবং বল্লা করপোরেশন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। 

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত রাহাত বাড়িতে না আসায় পার্শ্ববর্তী গ্রাম ও বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। দিবাগত রাত ৪টায় বাড়ির অদূরে জনৈক তালেবের বাড়ির পুকুরের পানিতে রাহাতের মরদেহ ভাসতে দেখে পাড়ে ওঠানো হয়। এরপর কালিহাতী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার জানিয়েছে, তারা রাহাতের খুনিদের ফাঁসি চায়। 

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ‘আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। জিজ্ঞাসাবাদের জন্য তিন কিশোরকে সন্দেহজনক আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত ও ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে মাতম। নিহতের মা আমিনা, বাবা শাহাদত, দাদি ছালেহা ও স্বজনেরা কান্নায় বারবার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে বিচারের দাবিতে ক্ষোভ বিরাজ করছে। 

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা