হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে স্ত্রীর মামলায় ছাত্রলীগের সাবেক নেতা কারাগারে 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সাগর ইসলাম সিজারকে (২৭) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার থানা–পুলিশ তাঁকে আদালতে হাজির করে, শুনানি শেষে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের ৬ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সিজার পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সিজারকে গ্রেপ্তার করে বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্ত্রী সানজিদা আক্তারকে (২২) যৌতুকের জন্য প্রায়ই মারধর করত সিজার। এ নিয়ে উভয় পরিবারের দ্বন্দ্ব চলছিল। গত ২০ মে স্ত্রী সানজিদা আক্তার তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এলে সিজার তাকে যৌতুকের জন্য মারধর করেন। পরে ওই দিন রাতেই যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগ এনে স্বামীসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন সানজিদা আক্তার।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু