হোম > সারা দেশ > টাঙ্গাইল

মাকে হত্যার ২৭ বছর পর মৃত্যুদন্ডপ্রাপ্ত ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তমিরননেছা নামের এক নারীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাঁর ছেলে বাদশা মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছেন র‍্যাব সদস্যরা। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। 

গতকাল শনিবার রাতে ঢাকা জেলার আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে বাদশাকে গ্রেপ্তার করা হয়। তিনি কালিহাতী উপজেলার পাইকরা ইউনিয়নের কালোহা গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি নাম পরিবর্তন করে আলী আকবর পরিচয়ে ঢাকা মহানগরের বাড্ডা এবং পরে আশুলিয়ায় আত্মগোপন করেছিলেন। 

র‍্যাব জানায়, বাদশা মিয়ার সঙ্গে তাঁর ছোট বোন কোহিনূর বেগমের পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ছিল। ১৯৯৬ সালের সেপ্টেম্বরে বোনের সঙ্গে বাদশার ঝগড়া হয়। এ সময় থামাতে গেলে তাঁদের মা তমিরনকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা। ওই ঘটনার মামলায় ২০০৪ সালের ১৮ ফেব্রুয়ারি বাদশা মিয়ার অনুপস্থিতিতেই টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত বাদশাকে মৃত্যুদণ্ডের রায় দেন। র‍্যাব গ্রেপ্তার বাদশা মিয়াকে কালিহাতী থানায় হস্তান্তর করেছে। 

কালিহাতী থানার পরিদর্শক শেখ মঞ্জুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, বাদশা মিয়াকে আদালতে পাঠানো হয়েছিল। নথিপত্রের স্বল্পতার কারণে আদালত তাঁকে মামলাসংশ্লিষ্ট নথিপত্রসহ পরবর্তী কার্যদিবসে হাজির করার নির্দেশ দিয়েছেন।

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা