হোম > সারা দেশ > সিলেট

কোথাও কি বাঁধ ভেঙেছে, একটাও ভাঙেনি: পানি সম্পদ প্রতিমন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আমরা হাওরের বোরো ফসল রক্ষায় আন্তরিকতার সহিত কাজ করছি। সাংবাদিকেরা অতিরঞ্জিত করে বলেন—হাওরে বাঁধের কাজ হয়নি; দুর্নীতি হয়েছে। ২০ দিন ধরে নদ নদীতে পানি রয়েছে। কোথাও কি বাঁধ ভেঙেছে? একটাও ভাঙেনি।’ আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জ জেলায় ৭২৭টি ফসল রক্ষা বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে তিনটি বাঁধে সামান্য ক্ষতি হয়েছে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীতে হাওরের ফসল রক্ষায় আমরা মহাপরিকল্পনা নিয়েছি। ১ হাজার ৫৪৭ কোটি টাকা ব্যয়ে হাওর রক্ষায় ১৪টি নদী খননসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বন্যার আগে এর সুফল পাওয়া যাবে। নদী ও খাল খননের মাধ্যমে নাব্যতা বাড়লে বাঁধ উপচে পানি হাওরে ঢুকবে না।

সবার সমন্বিত প্রচেষ্টায় সুনামগঞ্জের হাওরের বোরো ফসল রক্ষা হয়েছে উল্লেখ করে জাহিদ ফারুক বলেন, গত ২০ দিন ধরে নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও মাত্র তিনটি জায়গায় বাঁধ ভেঙে কিছু ফসলের ক্ষতি হয়েছে। 

প্রতিমন্ত্রী পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্তৃপক্ষকে হাওরে এসে পর্যবেক্ষণের মাধ্যমে কৃষকদের সঙ্গে কথা বলে প্রকল্প তৈরির নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পাউবো মহাপরিচালক ফজলুর রশিদ, পাউবো অতিরিক্ত মহাপরিচালক মাহবুর রহমান, পাউবো সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম প্রমুখ।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত