সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর পাখিটেকি এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে সিলেটগামী একটি ট্রাক একই দিকে যাওয়া একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী।
নিহত ব্যক্তি আনোয়ার হোসেন (৩৫) বরিশালের মুলাদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে। তিনি এসিআই কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রাকটি আটক করেছে পুলিশ।