হোম > সারা দেশ > সিলেট

সিলেটে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় দুই মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর জালালাবাদ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। গতকাল রোববার রাতে মৃত রিপন দাসের (৩০) ভাই রুপন দাস জালালাবাদ থানায় মামলা করেন। অপরদিকে মৃত শিপা তালুকদারের (২১) বড় ভাই নিবারণ তালুকদার বাদী হয়ে আরেকটি মামলা করেন।

আজ সোমবার জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন জানান, রোববার সকালে পাঠানটুলায় পল্লবী আবাসিক এলাকার এক বাসা থেকে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামী ও স্ত্রীর পরিবারের পক্ষ থেকে দুটি মামলা দায়ের হয়েছে। সোমবার ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। 

পরিদর্শক আরও জানান, লাশ উদ্ধারের সময় ওই দম্পতির ১৮ মাসের পুত্রশিশু এবং একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। তখন প্রতিবেশী ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রিপন একটি বিস্কুট কোম্পানিতে চাকরি করতেন। প্রায় আড়াই-তিন বছর আগে এ দম্পতির বিয়ে হয়। তাঁরা ওই বাসায় ভাড়াটে হিসেবে বাস করছিলেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরদিন সকালে ঘরের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। অনেক ডাকাডাকি করার পরও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা ঘরের টিন কেটে দুজনের ঝুলন্ত লাশ  দেখতে পান। 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত