হোম > অপরাধ > সিলেট

সৌদি যেতে চান স্ত্রী, ক্ষোভে গলা কাটলেন স্বামী

প্রতিনিধি, হবিগঞ্জ

দীর্ঘ পাঁচ বছর সৌদি আরবে থাকার পর সম্প্রতি দেশে আসেন মাধবপুরের পারভীন আক্তার। কিন্তু দেশে আসার দেড় মাস যেতে না যেতেই আবারও তিনি সৌদি আরব চলে যেতে চান। এতে বাধা দেন পারভীন আক্তারের স্বামী। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কলহ। একপর্যায়ে রাগে ও ক্ষোভে রাতের আঁধারে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করলেন তকবীর হোসেন।

আজ বুধবার ভোররাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পারভীন আক্তার (৩৫) ওই গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তকবীর হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাঁন্দেরপাড় গ্রামের রেণু মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তকবীর হোসেন পলাতক রয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, প্রায় ছয় বছর আগে পারভীন ও তকবীর হোসেনের বিয়ে হয়। সম্পর্কে তাঁরা আপন খালাতো ভাইবোন। বিয়ের পর তকবীর হোসেন শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে চলে আসেন।

বিয়ের বছরখানেক পর স্ত্রী পারভীন আক্তার জীবিকার তাগিদে সৌদি আরব চলে যান। দীর্ঘ পাঁচ বছর সেখানে ছিলেন। দেড় মাস আগে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু সম্প্রতি আবারও সৌদি আবর ফিরে যেতে চান। কিন্তু স্বামী তকবীর হোসেন স্ত্রীকে বিদেশ যেতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কলহের সৃষ্টি হয়।

মঙ্গলবার মধ্যরাতে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বুধবার ভোররাতে হঠাৎ ঘুমন্ত স্ত্রীর গলা কেটে পালিয়ে যান তকবীর। পরিবারের সদস্যরা পারভীন আক্তারকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ঘটনার পর থেকে তকবীর হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার