হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সাঈদীর গায়েবানা জানাজার ডাক, পুলিশ বলছে অনুমতি ছাড়া সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার ডাক দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার বাদ জোহর নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে জানাজার আয়োজনের কথা বলছে সিলেট মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ এমনটি জানিয়েছে।

এদিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল বুধবার সাঈদীর গায়েবানা জানাজার জন্য জামায়াতের পক্ষ থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ। তিনি আজকের পত্রিকাকে বলেন, অনুমতি ছাড়া জানাজা আয়োজনের কোনো সুযোগ নেই। অনুমতি চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে সার্বিক দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর, জেলা উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় গায়েবানা জানাজার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে গায়েবানা জানাজায় শামিল হওয়ার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা দক্ষিণের সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা দক্ষিণের আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমির হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমির ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের নায়েবে আমির উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা দক্ষিণের সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত