অনশন ভাঙার ১৫ দিন পার হয়ে গেলেও এখনো উপাচার্যের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত না আসায় ফের বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবন, আইআইসিটি ভবন, রেজিস্ট্রার ভবন ও চেতনা একাত্তরসহ গুরুত্বপূর্ণ জায়গাসমূহ ঘুরে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘ফরিদ হটাও শাবিপ্রবি বাঁচাও’, ‘ফরিদের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমাদের সংগ্রাম চলছে, চলবে’, ‘ফরিদের গতি অস্তাচলে, ফরিদ যাবে রসাতল’, ‘পালা চাটুকার, পালা’, ‘১,২, ৩,৪ ফরিদ তুই শাবি ছাড়’, ‘অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করো’, ‘স্প্লিন্টার বিতরণ কেন্দ্র, বিনা মূল্যে শিক্ষার্থীদের শরীরে স্প্লিন্টার সংযোজন করা হয়, যোগাযোগ: শাবিপ্রবি ভিসি কার্যালয়’, ‘আমাদের অ্যাকাউন্ট বন্ধ কেন?’ ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।