হোম > সারা দেশ > সিলেট

সিলেটে একসঙ্গে ৫ রাস্তায় কাজ, দুর্ভোগে নগরবাসী

সিলেট প্রতিনিধি

সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পথ আম্বরখানা-চৌহাট্টা সড়ক। এই সড়ক দিয়েই যেতে হয় নগরের গুরুত্বপূর্ণ বন্দর বাজার, জিন্দাবাজার। ঢাকা বা অন্য জেলায়ও যেতে ব্যবহার হয় এই সড়ক। সড়কটিতে পড়ে হযরত শাহজালাল (র.)-এর মাজার। যেখানে সারা দেশ থেকে প্রতিনিয়ত মানুষ আসে। পবিত্র রমজান মাসে সেটা আরও বাড়ে। অথচ রমজানের আগের দিন থেকেই বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়ক। এতে তীব্র যানজটে পড়ছেন নগরের বাসিন্দারা। ১৫ রমজানের পর ঈদের কেনাকাটার ভিড় বাড়লে যানজট আরও অসহনীয় হতে পারে।

একইভাবে সিলেট নগরের এমন পাঁচটি রাস্তা বন্ধ রেখেই চলছে স্যুয়ারেজ লাইন সংস্কার ও উন্নয়নকাজ। বিকল্প পথও ব্যবহার করা যাচ্ছে না। একদিকে তীব্র যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা সময় যাচ্ছে।

আম্বরখানা-চৌহাট্টা সড়কটি বন্ধ রেখে আম্বরখানা পয়েন্টে রাস্তা খুঁড়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে আর দরগাহ গেট পয়েন্টে গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এত দিন এই সড়কের এক পাশ বন্ধ রেখে অন্য পাশে কাজ চললেও বর্তমানে দুই পাশ বন্ধ রেখেই কাজ চলছে। এই কাজ শেষ হতে যথাক্রমে দেড় মাস ও ছয় মাস লাগবে বলে জানিয়েছেন সেখানে কাজ করা শ্রমিকেরা।

নগরের চৌহাট্টা-রিকাবীবাজার সড়ক দিয়ে যেতে হয় জেলা স্টেডিয়াম ও সিলেটের বিভাগীয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যস্ততম এই সড়কেরও একপাশে যান চলাচল বন্ধ রেখে চলছে পুরোনো কালভার্ট ভেঙে নতুন করে কালভার্ট নির্মাণের কাজ। 

এ ছাড়া নগরের নাইওরপুল-সুবহানীঘাট সড়ক বন্ধ রয়েছে উন্নয়নমূলক কাজের জন্য। যার কারণে সোবহানীঘাট পয়েন্টে যানজট লেগেই থাকে। আর নগরের মেন্দিবাগ পয়েন্টেও উন্নয়নমূলক কাজের জন্য রাস্তায় যানজট লেগে আছে। এতে করে সুরমা নদীর উভয় পাড়ের বাসিন্দাদের পড়তে হচ্ছে সমস্যায়। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘আগাম বৃষ্টি ও জাতীয় নির্বাচনের জন্য আগেভাগে কাজ শুরু করা যায়নি।’

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত