হোম > সারা দেশ > সিলেট

নির্বাচনে অনিয়মের অভিযোগে সিলেট ডিসি অফিসের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) সামনে বিক্ষোভ করেছেন সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একাংশ ভোটার ও স্থানীয় লোকজন। এ সময় কিছুক্ষণ জেলা প্রশাসকের গাড়ি অবরুদ্ধ করে রাখেন তাঁরা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের শান্ত করে। আজ রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। 

বিক্ষোভকারীরা জানান, সিলেট সদর উপজেলার তিনটি ইউপিতে গত বৃহস্পতিবার ভোট হয়। এর মধ্যে টুকেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন সিরাজ মিয়া। তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করেন। ১ ভোটের ব্যবধানে তিনি টিউবওয়েল প্রতীকের প্রার্থীর কাছে হেরে যান। 

সেলিনা বেগম নামের আরেক সংরক্ষিত সদস্য প্রার্থীও পরাজিত হন। প্রতারণার মাধ্যমে তাঁদের হারানো হয়েছে বলে টুকেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দা ও ভোটারের অভিযোগ। তাঁরা এ বিষয়ে স্মারকলিপি দিতে আজ বেলা ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। তাঁদের অভিযোগ-স্মারকলিপিটি প্রথমে জেলা প্রশাসক মো. মজিবর রহমান নিতে চাননি। তিনি গাড়ি নিয়ে বেরিয়ে যেতে চাইলে তাঁরা জেলা প্রশাসককে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ। পরিস্থিতি শান্ত করে জেলা প্রশাসকের গাড়ি চলে যাওয়ার ব্যবস্থা করে পুলিশ। 

পরে এই দুই পরাজিত প্রার্থীকে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক হয়। বৈঠকে পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আশ্বাস দেন তাঁরা। 

স্মারকলিপিতে মেম্বার প্রার্থী সিরাজ মিয়া ও সেলিনা বেগমের সমর্থকেরা উল্লেখ করেন, টুকেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র তাহফিজুল কোরআন মাদ্রাসায় শুরু থেকেই অনিয়ম দেখা গেছে। ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে সকাল ৯টায় শুরু হয়। 

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই প্রিসাইডিং অফিসার ফলাফলপত্রে সই দেওয়ার জন্য পোলিং এজেন্টদের ওপর চাপ দেন। এজেন্টরা এভাবে সই দিতে অপারগতার বিষয় জানালে তিনি তাঁদের ভয়ভীতি দেখান। এ ছাড়া ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগেই প্রিসাইডিং অফিসার ফুটবল মার্কার সব পোলিং এজেন্টকে জোরপূর্বক বের করে দেন। 

নানা অনিয়মের মাধ্যমে ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার মৌখিকভাবে প্রথমে ফুটবল মার্কার প্রার্থীকে সাত ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দিলেও তাঁর স্বাক্ষরিত ফলাফল শিটে দেখা গেছে, টিউবওয়েল প্রতীকের প্রার্থী এক ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। এই ফলাফল শিটে অনেক প্রার্থীর এজেন্ট সই করেননি। 

স্মারকলিপিতে সেই ফলাফল বাতিল করে টুকেরবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়। 

হট্টগোল ও উত্তেজনার বিষয়ে এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হট্টগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি শান্ত করি। পরে জেলা প্রশাসকের গাড়ি ঘটনাস্থল স্থান ত্যাগ করে। এরপর ওই দুই প্রার্থীকে নিয়ে বৈঠক হয়। এতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। অভিযোগকারীদের স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।’ 

এর আগে একইভাবে গতকালও খাদিমনগর ইউপি নির্বাচনে প্রার্থীকে সহযোগিতা করার অভিযোগ তোলা হয়েছে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের বিরুদ্ধে। খাদিমনগর ইউনিয়ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে পরাজিত প্রার্থী মীনা বেগম ও সমলা বেগম, ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী মো. ইলিয়াস আলী ও সাধারণ ভোটাররা উপস্থিত হয়ে স্মারকলিপি দেন। অপর দিকে, খাদিমনগর ও খাদিমপাড়া ইউনিয়নে ষড়যন্ত্রের মাধ্যমে নৌকার প্রার্থীকে পরাজিত করা হয়েছে বলে দাবি করছেন সাধারণ ভোটাররা।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট