হোম > সারা দেশ > হবিগঞ্জ

অপারেশন ডেভিল হান্ট: নবীগঞ্জের আ.লীগ নেতা হেলাল গ্রেপ্তার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

গ্রেপ্তার কাজী ওবায়দুল কাদের হেলাল। ছবি: সংগৃহীত

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জের আওয়ামী লীগ নেতা কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কাজী ওবায়দুল কাদের হেলাল নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার ছেলে মো. মুশাহিদ বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

গতকাল মধ্যরাতে হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে আন্দোলনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানার মামলায় হেলালকে গ্রেপ্তার দেখানো হয়। আজ রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে হেলালকে গ্রেপ্তার করা হয়েছে।

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার