হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, অন্য চালক আহত

সিলেট প্রতিনিধি

জীবন আহমেদ। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক আহত হয়েছেন। আজ রোববার সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় আহত হয়ে একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। আর অপর ট্রাকের চালক আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ি দুটি ট্রাক সমিতির জিম্মায় দেওয়া হয়েছে। নিহতের লাশ ওসমানী হাসপাতালে আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার শিকার একটি ট্রাক। ছবি: সংগৃহীত

এসআই শরিফুল ইসলাম আরও বলেন, নিহত জীবন আহমেদ ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জে আসছিলেন। তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জীবন। বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি অপর একটি ট্রাকের সঙ্গে তাঁর ট্রাকের সংঘর্ষ হয়। তাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন জীবন। স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত