হোম > সারা দেশ > সিলেট

প্রেমের টানে ফিলিপিনো তরুণী হবিগঞ্জে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রেমের সম্পর্ককে সার্থক করতে সুদূর ফিলিপাইন থেকে জুবেলিন নামে এক তরুণী এখন হবিগঞ্জের মাধবপুরে। শুধু তাই নয়, এরই মধ্যে ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে জুবেলিন থেকে জান্নাত রহমান হয়েছেন। বিয়েও করেছেন প্রেমিক আশিকুর রহমান মিশুকে। 

এ খবর ছড়িয়ে পড়ার পর বিদেশি বধূকে দেখতে আশিকুরের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। আশিকুর রহমান মিশু কাতারপ্রবাসী। তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুলশিক্ষক লুৎফুর রহমানের ছেলে। 

খোঁজ নিয়ে জানা যায়, ফিলিপিনো তরুণী জুবেলিন কাতারে চাকরি করতেন। সেই সুবাদে পাঁচ বছর আগে প্রবাসী আশিকুর রহমান মিশুর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা প্রেমে জড়িয়ে যান। সম্প্রতি মিশু দেশে চলে এলে ওই তরুণী খবর পেয়ে বাংলাদেশে ছুটে আসেন। গত ৪ মার্চ আশিকুরের গ্রামের বাড়ি আসেন তিনি। ৫ মার্চ (মঙ্গলবার) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন তাঁরা। এর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন। 

মিশুর চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সব বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন। বিদেশি নববধূকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে, ছেলের সুখেই তাঁরা খুশি। ভিনদেশি মেয়ে ছেলেকে ভালোবেসে হাজার মাইল দূর থেকে এসেছেন। বউয়ের মর্যাদা দিয়েই তাঁকে রাখবেন তাঁরা।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট