হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ, ব্যবসায়ী নেতা আটক

সিলেট প্রতিনিধি

সিলেট নগরে সড়ক ও ফুটপাতে বসা মাছের বাজারের সংবাদের ভিডিও ফুটেজ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে হেনস্তা করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে নগরের মদিনা মার্কেটে দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামলের সঙ্গে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে আটক করেছে পুলিশ।

বাবলু আহমদকে আটক করার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

জানা গেছে, মদিনা মার্কেটের সড়ক ও ফুটপাত দখল করে বসা মাছের বাজারের সংবাদের জন্য ভিডিও ফুটেজ নিতে এক সহকর্মীকে সঙ্গে নিয়ে যান দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামল। এ সময় কোনো কারণ ছাড়াই ফুটেজ সংগ্রহ করতে নিষেধ আছে বলে সংবাদ সংগ্রহের কাজে বাধা দেন বাবলু আহমদ। এ সময় শুরু হয় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা। একপর্যায়ে বাবলু আহমদ দলবল নিয়ে চড়াও হোন দুই সাংবাদিকের ওপর। অফিসে তুলে নেওয়ার চেষ্টাও করেন তাঁরা।

পরে ঘটনার খবর পেয়ে সিলেটে কর্মরত সাংবাদিকেরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামল বলেন, ‘মাছের বাজারের ভিডিও ফুটেজ সংগ্রহ করার পর আমি ব্যাংকে গিয়েছিলাম গ্যাসের কার্ডে রিচার্জ করার জন্য। ব্যাংক থেকে বের হতে না হতেই বাবলু আহমদ দলবল নিয়ে আমার ওপর চড়াও হয়। আমাকে হুমকি দিতে থাকে যে কেন আমি মাছ বাজারের ভিডিও করেছি। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘বাবলু আহমদ নামের এক ব্যবসায়ীকে আটক করে থানায় আনা হয়েছে। এখন এটি সমাধানের চেষ্টা হচ্ছে। স্থানীয় কাউন্সিলর ও সাংবাদিকেরা সমাধান করার জন্য তাঁকে নিতে আসতেছেন। সমাধান হয়ে গেলে আমরা ছেড়ে দেব।’

এ বিষয়ে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি মাহবুবুর রহমান রিপন জানান, ‘স্থানীয় কাউন্সিলর বিষয়টি সঠিকভাবে সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আপাতত তাঁর ওপর আস্থা রাখতে চাই।’

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট