হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নিহত যুবদল নেতা দিলুকে গ্রামের বাড়িতে দাফন 

সিলেট প্রতিনিধি

সিলেটে নিহত যুবদল নেতা দিলু আহমদ জিলুর (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বাদ আছর জেলার গোলাপগঞ্জ উপজেলার ইলাইগঞ্জ বাজারে জানাজা শেষে গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়। 

দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরী। 

নিহত দিলু গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের এলাইছ মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। 

আজ সকালে ময়নাতদন্ত শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে দিলুর লাশ নেন বিএনপি নেতারা। এ সময় মর্গের সামনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। 

লাশ অ্যাম্বুলেন্সে করে গোলাপগঞ্জ নিয়ে যাওয়া হয়। বাদ আছর গোলাপগঞ্জের ইলাইগঞ্জ বাজারের মুক্তা মিয়া মার্কেটের সামনে দিলুর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার বিপুলসংখ্যক লোক অংশ নেন। পরে তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ মদনগৌরীতে লাশ দাফন করা হয়। 

গত মঙ্গলবার দিলু আহমদ জিলু অবরোধের পিকেটিং করতে গিয়ে নিহত হন। বিএনপি ও পরিবারের দাবি, পুলিশের গাড়ি মোটরসাইকেল আরোহী দিলুকে চাপা দিয়ে হত্যা করেছে। তবে এ দাবি অস্বীকার করে পুলিশ জানিয়েছে, দিলু পুলিশ দেখে পালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব