সিলেটের জকিগঞ্জে বিএনপি মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পূর্ব অনুমতি না থাকায় জকিগঞ্জ বাজারে সভা করতে না পেরে একটি কমিউনিটি সেন্টারের সামনে সংক্ষিপ্ত সভা করেন দলটির নেতা-কর্মীরা।
১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার জকিগঞ্জে বিএনপি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনির সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির নেতা মামুনুর রশীদ মামুন, হাসান আহমদ পাটোয়ারী রিপন, শামীম, মাহবুবুল হক চৌধুরী, ইকবাল আহমদ চেয়ারম্যান, কামরুল হাসান শাহীন, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, গোলাম রব্বানী, আবু তাহের, মোমিনুল ইসলাম মুমিন, সাঈদ আহমদ, শাকিল মোর্শেদ, আজিজুল হোসেন আজিজ, মকসুদ আহমদ, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, শাহিন আলম জয়, মোস্তাক আহমদ, আব্দুল্লাহ আল মামুন হীরা প্রমুখ।