হোম > সারা দেশ > সিলেট

সিলেটে গুলিতে সাংবাদিক নিহত: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জনের নামে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে সাংবাদিক এ টি এম তুরাব হত্যার ঘটনায় এবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নামে ও অজ্ঞাত ২০০-২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের অন্যতম আইনজীবী মো. আব্দুর রব। তিনি বলেন, ‘সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি এফআইআর মূলে গ্রহণের আদেশ দিয়েছেন।’ 

মামলায় যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন—এসএমপির কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন, ওসি (তদন্ত) ফজলুর রহমান, এসআই কাজী রিপন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আপ্তাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পীযূষ কান্তি দে, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, শিবলু আহমদ, সেলিম মিয়া, আজহার, ফিরোজ ও উজ্জ্বল। 

এর আগে আবুল হাসান মো. আজরফ (জাবুর) তাঁর ভাই হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করলেও পুলিশ এটিকে জিডি (সাধারণ ডায়েরি) হিসেবে গ্রহণ করে। এ টি এম তুরাব সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদের ‍নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক নয়াদিগন্তের সিলেট প্রতিনিধি ছিলেন। 

আদালতে মামলার বিষয়ে আবুল হাসান আজরফ জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। ন্যায়বিচারের স্বার্থে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। 

উল্লেখ্য, গত ১৯ জুলাই জুমার নামাজের পর সিলেট নগরের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন তুরাব। এরপর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তাঁর শরীরে ৯৮টি স্প্লিন্টার পাওয়া গেছে বলে জানায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট