হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবির ৫ শিক্ষক পেলেন শিক্ষা গবেষণা সহায়তা 

শাবিপ্রবি প্রতিনিধি

উচ্চতর গবেষণার জন্য বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) শিক্ষা গবেষণা সহায়তা পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচজন শিক্ষক। আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গবেষণা সহায়তা প্রাপ্ত শিক্ষক সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস। 

ব্যানবেইস গবেষণা সহায়তা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন শাবিপ্রবির জেনেটিকস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রোমেল আহমেদ, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. শামীম আহমেদ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। 

নিজের অনুভূতি ব্যক্ত করে গোকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমি ক্যানসার এবং কোভিড-১৯ ও প্রাথমিক শনাক্তকরণের জন্য দ্রুত স্বল্পমূল্যের, মাল্টিপ্লেক্সড মাইক্রো ডিভাইস বিকাশে গবেষণা করতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে গবেষণা সহায়তা পেয়েছি। এ গবেষণার মাধ্যমে দেশের মানুষেরা সামান্যতম উপকার হলেও এ কষ্ট সার্থক হবে।’

এ সহযোগী অধ্যাপক জানান, গত সোমবার ব্যানবেইস কর্তৃক চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উচ্চতর শিক্ষা গবেষণা সহায়তা হিসেবে শাবিপ্রবির ৫ জন শিক্ষককে চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বঙ্গবন্ধু ও বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা সংক্রান্ত আটটি প্রকল্পসহ মোট ১০৯টি অনুমোদিত প্রকল্পের মধ্যে শাবিপ্রবির ৫ জন শিক্ষককে এ গবেষণায় সহায়তা দেওয়া হয়।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট