হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নাশকতার মামলায় বিএনপি নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নাশকতার মামলায় সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বদরুজ্জামান সেলিমের আইনজীবী আল আসলাম মুমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়ের করা একটি নাশকতার মামলায় আসামি ছিলেন বদরুজ্জামান সেলিম। 

এদিকে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে ষড়যন্ত্রমূলক গায়েবি মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। 

আজ রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করতে পুরোনো স্টাইলে আবারও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি ও কারাগারে প্রেরণ করা হচ্ছে। যা গণতন্ত্রের জন্য মোটেও সুখকর নয়। 

অবিলম্বে মিথ্যা ও গায়েবি মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সংগঠনের নেতা-কর্মীদের হয়রানি বন্দের আহ্বান জানান তারা। 

প্রসঙ্গত, গত ২০১৮ সালে অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছিলেন বদরুজ্জামান সেলিম। ওই সময়ে দলের নেতৃবৃন্দের চাপে ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সুপারিশে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন তিনি। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট