হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবিতে ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত নাঈম আহমেদ (২০) নামের এক শ্রমিক মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের চাচা ইমরান আহমদ। নাঈম আহমেদ সিলেটের জালালাবাদ থানার ইন্নাতাবাদের মো. ওয়াতির আলির ছেলে। 

দুই দিন আগে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্মাণাধীন দোতলা ভবনে রঙের কাজ করতে গিয়ে বাঁশ ভেঙে পড়ে যান নাঈম। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

নাঈমের চাচা ইমরান আহমেদ আজকের পত্রিকাকে জানান, ভবনের ওপর থেকে পড়ে চোয়াল এবং মাথায় আঘাত পেয়েছিল নাঈম। নাক থেঁতলে যাওয়ায় অনেক রক্তক্ষরণ হয় তার। তার দুই হাতও ভেঙে গিয়েছিল। এরপর সে গত দুদিন লাইফ সাপোর্টে ছিল। 

ভবন নির্মাণশ্রমিকেরা জানান, ভবনের ওপর থেকে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে নাঈমের নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী প্রথমে নাঈমকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ও পরে সেখান থেকে রাগীব রাবেয়া মেডিকেলে এবং সবশেষ সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করানো হয়। 

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা