হোম > সারা দেশ > সিলেট

৫ দফা দাবিতে ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

সিলেট প্রতিনিধি

৫ দফা দাবিতে ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। ছবি: আজকের পত্রিকা

৫ দফা দাবিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন ইন্টার্ন চিকিৎসক–শিক্ষার্থীরা। আজ সোমবার হাসপাতালে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে হাসপাতালের আউটডোরে তালা ঝুলিয়ে দেন।

এ সময় আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা বিভিন্ন ওয়ার্ডের মিড লেভেলের চিকিৎসকদের আহ্বান জানান তাঁদের সঙ্গে একাত্মতা পোষণের জন্য।

পূর্বঘোষিত ৫ দফা দাবিতে সকাল থেকে শুধু জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ডে চিকিৎসাসেবা বন্ধ করে দেওয়া হয়।

এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের পড়তে হয় চরম ভোগান্তিতে। চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে দুপুরে বিক্ষোভে অংশ নেন হাসপাতালের মিড লেভেলের চিকিৎসকেরা।

রোগী ও তাঁদের স্বজনেরা জানান, ‘তাঁদের দাবিদাওয়ার জন্য আমাদের এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক হচ্ছে না। দূরদূরান্ত থেকে এসে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। এমন কর্মসূচিতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়।’ চিকিৎসকদের আন্দোলন যৌক্তিক হলে তা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান তাঁরা।

ইন্টার্ন চিকিৎসকেরা জানান, ‘ডাক্তার’ পদবি শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখতে হবে। দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবেন না।

দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও বিসিএসের চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বাড়াতে হবে। মানহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। বিএমডিসি অ্যাক্ট-২০১০-কে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, যার রায় ১২ মার্চ হওয়ার কথা, তা যাতে বিলম্ব না হয়।

ইন্টার্ন চিকিৎসক আদনান মাহমুদ তানিম বলেন, ‘জরুরি বিভাগ, আইসিইউগুলোতে রোগীদের সব সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়, তাঁদের চিকিৎসা কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা চিকিৎসক, আমাদের সেই মানবতা রয়েছে, তাঁদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা শুধু হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করেছি। আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

হাসপাতালের বৈষম্যবিরোধী মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মুহাম্মদ জামিল আহমেদ বলেন, ‘এই দাবির প্রতি আমাদের সমর্থন আছে। আশা করব, সরকার বিষয়টির সুন্দর সমাধান দেবে।’

এ বিষয়ে কথা বলতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ