সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ‘মানসিক ভারসাম্যহীন’ অজ্ঞাতপরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা–পুলিশ।
আজ সোমবার সকালে তামাবিল স্থলবন্দর সংলগ্ন মুজিবনগর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মরদেহটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি। ময়নাতদন্তের পর ওই নারীর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
স্থানীয়রা বলছে, সোমবার সকালে স্থানীয়রা অজ্ঞাত ওই নারীর বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে গোয়াইনঘাট থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।