হোম > সারা দেশ > সিলেট

বাবুগঞ্জে নালা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার 

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর নালা থেকে মরিয়ম বেগম (৪০) নামে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামের সন্ধ্যা নদীর নালা থেকে তার মরদেহ উদ্ধার করেন বাবুগঞ্জ থানা-পুলিশ। 

নিহত মরিয়ম বেগম পূর্ব ভূতেরদিয়া গ্রামের মৃত মো. হারুন হাওলাদারের স্ত্রী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মরিয়ম বেগমের ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। দুই বছর আগে তার স্বামী মারা গেছেন। ২ ছেলে চাকরি করেন এবং ২ মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে মো. আসিফ ৫ম শ্রেণির ছাত্র। 

ছোট ছেলে মো. আসিফকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। বুধবার সন্ধ্যার পরে মো. আসিফ পার্শ্ববর্তী সরিকল ইউনিয়নে তার ছোট বোনের শ্বশুর বাড়িতে বোনকে আনতে যান। বাড়িতে একা থাকার সুবাদে দুর্বৃত্তরা রাতের কোন এক সময় তাকে হত্যা করে তার মরদেহ বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দূরে সন্ধ্যা নদীর একটি নালায় ফেলে রাখেন। 

স্থানীয় এলাকার বাসিন্দা মো. মেহেদী হাসান জানান, নিহতের প্রতিবেশী আনিচ হাওলাদারের স্ত্রী জাহান আরা বেগম বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে নিহতের বাসায় যান। বাসার দরজা খোলা দেখে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করলে তিনি ঘরের বেড়া ভাঙা এবং রক্ত দেখতে পেয়ে আমাকে ফোনে বিষয়টি অবহিত করেন। পরে আমি বাবুগঞ্জ থানা-পুলিশকে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে বাবুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে আসেন। 

পরে স্থানীয়দের সহায়তায় বাড়ি থেকে ১৫০ গজ দুরে সন্ধ্যা নদীর একটি নালার মধ্যে মরিয়ম বেগমের বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মরদেহের মাথায় গভীর ক্ষত চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে মেরে নদীতে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট