জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাধানাথ দাস (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
রাধানাথ দাস (২৫) নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার যাদবপুর গ্রামের মৃত আহ্লাদ দাসের ছেলে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাধানাথ হবিবপুরে একটি ওষুধ কোম্পানিতে ডেলিভারি কাজ করত। পরিবারের লোকজনদের জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো প্রস্তুতি চলছে।