বিয়ানীবাজার (সিলেট) : সিলেটের বিয়ানীবাজার থেকে আলী নূর (৩২) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তার শ্বশুরবাড়ি কানাইঘাটের পালজুড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আসামি আলী নূর মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক। তাঁঁর বিরুদ্ধে আদালত সাজা প্রদানের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। তিনি বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচানচক ফেনগ্রামের মৃত কুতুব আলীর ছেলে।
শনিবার দুপুরে বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল ও এএসআই নূরনবী ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন। অভিযানে কানাইঘাট থানার পুলিশ সহযোগিতা করে। কানাইঘাট উপজেলার পালজুড় গ্রামে আসামির শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি আলী নুর গোসল করতে পুকুরে নামলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, তিনি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক। রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।