হোম > সারা দেশ > সিলেট

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে স্ত্রীকে হত্যা, লাশ পুকুরে ফেলে পালান স্বামী

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে সাবিনা বেগম (৩০) নামের এক নারীকে গলা টিপে হত্যার পর তাঁর স্বামী লাশ পুকুরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার এবং তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

সাবিনা বেগম গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী আনুর আলী (৩৫) একই উপজেলার সুনামপুর গ্রামের বলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার সাবিনা স্বামীকে নিয়ে একই উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। পর দিন গতকাল বুধবার সকালে বাড়িতে ফেরার পথে স্বামী আনুর আলী স্ত্রীকে হত্যা করে তাঁর লাশ পুকুরে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুকুরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনুর আলী জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে তিনি তাঁর স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তিনি অস্বাভাবিক আচরণ করছেন। তাঁকে আদালতে হাজির করা হবে।’

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত