হোম > সারা দেশ > সিলেট

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে স্ত্রীকে হত্যা, লাশ পুকুরে ফেলে পালান স্বামী

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে সাবিনা বেগম (৩০) নামের এক নারীকে গলা টিপে হত্যার পর তাঁর স্বামী লাশ পুকুরে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে সাবিনার লাশ উদ্ধার এবং তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

সাবিনা বেগম গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী আনুর আলী (৩৫) একই উপজেলার সুনামপুর গ্রামের বলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার সাবিনা স্বামীকে নিয়ে একই উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। পর দিন গতকাল বুধবার সকালে বাড়িতে ফেরার পথে স্বামী আনুর আলী স্ত্রীকে হত্যা করে তাঁর লাশ পুকুরে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুকুরে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনুর আলী জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে তিনি তাঁর স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তিনি অস্বাভাবিক আচরণ করছেন। তাঁকে আদালতে হাজির করা হবে।’

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার