হোম > সারা দেশ > সিলেট

জঙ্গি হামলার আশঙ্কায় থানায় সিলেট আ. লীগ নেতার জিডি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জঙ্গি হামলার হুমকিতে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। আজ বুধবার (৯ নভেম্বর) এসএমপির কোতোয়ালি মডেল থানায় জিডি করেন তিনি।

জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ‘জঙ্গি হামলার আশঙ্কায় অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার একটি সাধারণ ডায়েরি করেছেন।’

জিডির বরাত দিয়ে ওসি জানান, গত সোমবার (৭ নভেম্বর) একটি পত্রিকার সংবাদে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সিলেট সরকারি কলেজের স্নাতক (সম্মান) ছাত্র ও বিয়ানীবাজার থানার বৈরাগীবাজারের বাসিন্দা সেজাদুল ইসলাম সাহাব আনিস জঙ্গিরা যাকে ইসা নামে চেনে তাঁকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। আদালতের কাছে দেওয়া তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি তাঁর ওপর হামলার ছক এঁকেছেন। মিশন সম্পন্ন করতে ছুরিও কিনে রেখেছেন।

ওসি আরও জানান, জবানবন্দিতে তিনি জানান ২০২০ সালে সিলেট এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবন্ধ গণধর্ষণের ঘটনা ঘটে। জঙ্গি ইসার ভাষ্য ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি হয়নি। তাঁর (আসামি) বিশ্বাস রনজিত সরকারের কারণে অপরাধীরা পার পেয়েছেন।

এ বিষয়ে অ্যাড. রনজিত চন্দ্র সরকার বলেন, ‘আমার সন্দেহ হচ্ছে জঙ্গি সংগঠনসহ আমার যে কোনো প্রতিপক্ষ আমার জীবননাশসহ যে কোনো ক্ষতি সাধন করতে পারে। তাই আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও পরামর্শ করে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করেছি।’ 

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা