হোম > সারা দেশ > হবিগঞ্জ

১০ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এদের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও আরেকজন যুবলীগ নেতা। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার সময় র‍্যাব-৯ হবিগঞ্জ সিপিসির একটি টিম মিরপুর-শ্রীমঙ্গল সড়কের মিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী জায়েদ (৩২)। তিনি একই ইউনিয়নে দুধপাতিল গ্রামের মৃত রজব আলী ফকিরের ছেলে। অপরজন উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মতিউর রহমান সোহেল। তিনি সাটিয়াজুরী গ্রামের মৃত তোরাব আলীর পুত্র। 

র‍্যাবের লে. কমান্ডার নাহিদ হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, এলাকায় কয়েকজন আওয়ামী লীগ নেতার ছত্রচ্ছায়ায় তারা এই মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছে। 

এদিকে, গ্রেপ্তার হওয়ার পর মো. রমজান আহমেদকে (জাহেদ) গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী সনজু। 

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার