হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে লিফলেট বিতরণের সময় আ. লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি

মোহাম্মদ শামীম আহমেদ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে দলীয় লিফলেট বিতরণের সময় মোহাম্মদ শামীম আহমেদ নামের এক আওয়ামী লীগ নেতাকে মারধরের করে পুলিশে দিয়েছে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্রনেতারা। গতকাল শনিবার রাতে শহরের উত্তর শ্যামলী এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে শহরের উত্তর শ্যামলী এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীম আহমেদ দলীয় লিফলেট বিতরণ করছিলেন। এ সময় বিএনপি নেতা লুৎফুর রহমান, যুবদল নেতা হেলালুর রহমান তুর্কি, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাসেল, রিয়াজ, মাহফুজসহ বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় শামীম আহমেদ বলছিলেন, ‘আওয়ামী লীগ করি, তো কী হয়েছে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল না। লিফলেট বিতরণ করবই।’ পরে সদর মডেল থানা-পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির আজকের পত্রিকাকে বলেন, শামীম আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা