হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আরশ আলী ফকির (৩০) পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দক্ষিণ কলাবাড়ী গ্রামের উদয়ন স্টোন ক্রাশারসংলগ্ন একটি বিদ্যুতের খুঁটির নিচে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিদ্যুতায়িত ওই ব্যক্তির অধিকাংশ শরীর ঝলসে গেছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি ট্রান্সফরমারসহ চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করেছে পুলিশ। 

পল্লী বিদ্যুতের কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী জানান, উদয়ন স্টোন ক্রাশার মিলে থাকা তিনটি ট্রান্সফরমারের মধ্যে একটি চোরেরা নিয়ে গেছে। আরেকটি নিতে গিয়ে একজন বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, ধারণা করা হচ্ছে, ওই যুবক ট্রান্সফরমার চুরি করতে এসেই বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট