সিলেটের জৈন্তাপুর উপজেলায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি কমলাবাড়ী মোকামটিলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মো. আব্দুল মালিক, একই ইউনিয়নের সিআর মামলার আসামি সারীঘাট গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. কামাল আহমদ ও দরবস্ত ইউনিয়নের করগ্রাম গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আব্দুস সালাম।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’