হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় মাইক্রোবাসের চারজন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার ভাটেরা বাজার রেলগেটে এ ঘটনা ঘটে। 

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেছেন। 

গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন–উপজেলা সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের জলি বেগম (৪৫), তাহছিন আহমদ (১৪), ফাহাদ মিয়া (১৫) ও রিয়াদ আহমদ (৭)। 

জানা জায়, উপজেলা ভাটেরা বাজারসংলগ্ন সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত ট্রেনটি আসতে দেখে মাইক্রোবাসের সামনে বসে থাকা যাত্রীসহ গাড়িচালক দ্রুত নেমে পড়লেও পেছনে বসা কেউই নামতে পারেননি।

এ সময় ট্রেনটি রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং চারজন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ