হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় মাইক্রোবাসের চারজন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার ভাটেরা বাজার রেলগেটে এ ঘটনা ঘটে। 

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেছেন। 

গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন–উপজেলা সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের জলি বেগম (৪৫), তাহছিন আহমদ (১৪), ফাহাদ মিয়া (১৫) ও রিয়াদ আহমদ (৭)। 

জানা জায়, উপজেলা ভাটেরা বাজারসংলগ্ন সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত ট্রেনটি আসতে দেখে মাইক্রোবাসের সামনে বসে থাকা যাত্রীসহ গাড়িচালক দ্রুত নেমে পড়লেও পেছনে বসা কেউই নামতে পারেননি।

এ সময় ট্রেনটি রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং চারজন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১