হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আজ থেকে শুরু হচ্ছে গণটিকার কার্যক্রম 

প্রতিনিধি, সিলেট

সিলেটে আজ মঙ্গলবার থেকে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের গণটিকার কার্যক্রম। আগের মতো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট জেলা পুলিশ হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। তবে এ কার্যক্রমকে ত্বরান্বিত করতে নগরীতে আরও নয়টি টিকাদান কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুত করা হচ্ছে টিকা কেন্দ্রগুলো। 

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, প্রায় এক মাস বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে গণটিকার কার্যক্রম। এখন নগরীতে মাত্র দুটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। এই দুটির বাইরে সিলেট সিটি করপোরেশনের আরও নয়টি কেন্দ্রে টিকার কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। সরকারের অনুমোদন পেলে এসব কেন্দ্রে টিকা প্রদানের কার্যক্রম শুরু হবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য শাখা জানিয়েছে, ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নতুন নয়টি কেন্দ্রে টিকাদানের জন্য অনুমতি চাওয়া হয়েছে। সেগুলো হলো নগর ভবন (সিলেট সিটি করপোরেশন) ধোপাদিঘীরপাড়ের সীমান্তিক পরিচালিত বিনোদনী স্বাস্থ্যকেন্দ্র, চৌহাট্টার মাতৃমঙ্গল হাসপাতাল, কাজীটুলার সূর্যের হাসি ক্লিনিক, টিলাগড়ের সূর্যের হাসি ক্লিনিক, ৮ নম্বর ওয়ার্ডের বীরেশ চন্দ্র নগর স্বাস্থ্যকেন্দ্র, বাগবাড়ি বর্ণমালা স্বাস্থ্যকেন্দ্র ও ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী নতুন বাস টার্মিনালের পাশের নগর স্বাস্থ্যকেন্দ্র। 

এসব কেন্দ্রে টিকার কার্যক্রম চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। টিকার জন্য কর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনুমোদন পেলেই এসব কেন্দ্রে টিকার কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া আজ থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইনস কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, রোববারই সিলেটে এসে পৌঁছেছে ৬৪ হাজার ২০০ ডোজ করোনার ভ্যাকসিন। এর মধ্যে মডার্নার ১৯ হাজার ২০০ ও চীনের তৈরি সিনোফার্মের ৪৫ হাজার ডোজ ভ্যাকসিন।

প্রেমানন্দ মণ্ডল বলেন, নগর এলাকায় মডার্নার টিকা দেওয়া হবে। আর উপজেলাগুলোয় দেওয়া হবে সিনোফার্মের টিকা।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ