হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আবারও ভারতীয় চিনিভর্তি ট্রাক জব্দ, আটক ১

সিলেট প্রতিনিধি

সিলেটে ট্রাকভর্তি ভারতীয় চোরাচালানের চিনির আরেকটি চালান আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকার দক্ষিণ নৈকাই এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকার ৩৩৪ বস্তা চিনির চালানটি জব্দ করা হয়। এ সময় ট্রাকটি জব্দসহ একজনকে আটক করা হয়।

আটক মো. শহিদুল ইসলাম (৪৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট থেকে অবৈধভাবে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ট্রাকে করে ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক আসে। জিজ্ঞাসাবাদে গাড়িচালক পুলিশকে গাড়িতে ভারতীয় চিনি থাকার কথা জানান। পরে তল্লাশি করে ৩৩৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। ৫০ কেজি বস্তার এই চিনির বাজারমূল্যে ২০ লাখ ৪ হাজার টাকা। এ সময় একটি হলুদ নীল রঙের ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০৯৭০) জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত কয়েক মাসে বেশ কয়েকবার সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান আটক করে পুলিশ।

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল