হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আবারও ভারতীয় চিনিভর্তি ট্রাক জব্দ, আটক ১

সিলেট প্রতিনিধি

সিলেটে ট্রাকভর্তি ভারতীয় চোরাচালানের চিনির আরেকটি চালান আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানা এলাকার দক্ষিণ নৈকাই এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকার ৩৩৪ বস্তা চিনির চালানটি জব্দ করা হয়। এ সময় ট্রাকটি জব্দসহ একজনকে আটক করা হয়।

আটক মো. শহিদুল ইসলাম (৪৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক চোরাকারবারিদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট থেকে অবৈধভাবে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ট্রাকে করে ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক আসে। জিজ্ঞাসাবাদে গাড়িচালক পুলিশকে গাড়িতে ভারতীয় চিনি থাকার কথা জানান। পরে তল্লাশি করে ৩৩৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। ৫০ কেজি বস্তার এই চিনির বাজারমূল্যে ২০ লাখ ৪ হাজার টাকা। এ সময় একটি হলুদ নীল রঙের ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০৯৭০) জব্দ করা হয়।

প্রসঙ্গত, গত কয়েক মাসে বেশ কয়েকবার সিলেটে ভারতীয় চোরাই চিনির চালান আটক করে পুলিশ।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট