হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে সালিসে সংঘর্ষ, যুবক নিহত

মৌলভীবাজার সদর উপজেলায় সালিস চলাকালে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরতলির হিলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পারভেজ আহমেদ (৩০)। তিনি ওই এলাকার ছঈদ উল্লার ছেলে। 

স্থানীয়রা জানান, স্থানীয় তারা মিয়ার বাড়িতে এক নারীর দ্বিতীয় বিবাহসংক্রান্ত বিষয়ে পারভেজ আহমদের সঙ্গে একই এলাকার সামাদ মিয়া ও তাঁর সহযোগীদের সালিস বসে। সালিস চলাকালে একপর্যায়ে সুফিয়ান মিয়া, আজাদ মিয়া, রিপন মিয়া, শিপন মিয়াসহ অন্যরা এলোপাতাড়ি হামলা চালান। এতে গুরুতর আহত হন পারভেজ আহমদ, তাঁর বড় ভাই পীর আজাদ, মা কটই বিবি ও ভাতিজা আছাদ মিয়া।

আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে পারভেজসহ অন্যদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। 

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে হামলার সঙ্গে জড়িত চাচাতো ভাই আজাদ মিয়াকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট