হোম > সারা দেশ > সিলেট

চাকরির সন্ধানে সিলেটে এসে মিয়ানমারের নাগরিক আটক

সিলেট প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে মো. আনিসুর রহমান (২০) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। গতকাল শনিবার উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে স্থানীয়রা তাঁকে আটক করে। পরে তাঁকে বিজিবি কাছে হস্তান্তর করা হয়। 

আটক মো. আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু নোয়াপাড়ার মৃত বা মিয়ার ছেলে। 

বিজিবি জানায়, গতকাল বিকেলে সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়রা মায়ানমারের ওই নাগরিককে আটক করেন। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে পৌঁছে তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বিজিবি তা*কে জৈন্তাপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

জিজ্ঞাসাবাদে মো. আনিসুর রহমান জানায়, সাত বছর আগে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে প্রবেশ করেন। পরে এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করেন। সম্প্রতি তিনি সিলেট এলাকায় একটি চাকরির সন্ধানে আসেন। তবে তাঁর কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। 

এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদিউজ্জামান আজকের পত্রিকাকে জানান, তাঁকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত