হোম > সারা দেশ > সিলেট

আমতলীতে পড়া দিতে না পারায় শিশুকে পিটিয়ে হাত ভেঙে দিল শিক্ষক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে পড়া মুখস্থ করে দিতে না পারায় ৬ বছরের শিশু আব্দুল্লাহকে শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালী গাছের গুঁড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার আব্দুল্লাহকে তার মা পারুল বেগম উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এর আগে গত বৃহস্পতিবার আমতলী পৌর শহরের একে স্কুল সংলগ্ন দারুল আরকাম মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বাঁশতলা গ্রামের প্রবাসী হারুন হাওলাদারের ছয় বছরের শিশু আব্দুল্লাহকে আমতলী পৌর শহরের একে হাই স্কুল সংলগ্ন দারুল আরকাম মডেল মহিলা মাদ্রাসায় গত সেপ্টেম্বর মাসে নুরানি বিভাগে ভর্তি করা হয়।

ওই সময় থেকে আব্দুল্লাহ মাদ্রাসায় থেকে লেখাপড়া করে আসছে। গত বৃহস্পতিবার পড়া মুখস্থ করে দিতে পারেনি আব্দুল্লাহ। এতে আব্দুল্লাহকে শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালী গাছের গুঁড়ি দিয়ে পিটিয়ে জখম করেন। এতে শিশুটির বাম হাত ভেঙে যায়। কিন্তু শিক্ষক আক্কাস বিষয়টি আব্দুল্লাহর পরিবারকে না জানিয়ে চার দিন মাদ্রাসায় আটকে রাখেন। 

আজ সকালে আব্দুল্লাহর খোঁজ নিতে মা পারুল বেগম মাদ্রাসায় যায়। এ সময় শিশুর হাত ভাঙা দেখে তিনি মাদ্রাসার শিক্ষক আক্কাসের কাছে বিষয়টি জানতে চান। পরে তিনি আব্দুল্লাহকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

শিশু আব্দুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে বলেন, মুই পড়া পারি নাই হেই লাইগ্গা মোরে হুজুরে পিডাইছে। 

আব্দুল্লাহর মা পারুল বেগম অভিযোগ করে বলেন, পড়া মুখস্থ করে দিতে না পারায় আমার শিশু ছেলেকে শিক্ষক আক্কাস গাছের গুঁড়ি (চলা) দিয়ে পিটিয়ে হাত ভেঙে চার দিন মাদ্রাসায় আটকে রেখেছে। আমি এ ঘটনার বিচার চাই। 

এ বিষয়ে দারুল আরকাম মডেল মহিলা মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু আক্কাস হেলালী মোবাইলে বলেন, বিষয়টি মীমাংসা করা হয়েছে। 
 
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত