হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজমুল হাসান (৩৫) নামের এক ব্যবসায়ী নেতা খুন হয়েছেন। রোববার দুপুর ২টায় রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। তিনি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা। 

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একটি মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারে এসে নাজমুল হাসানকে তাঁর বাসার সামনে রাম দা দিয়ে কোপায়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ দিকে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা বিষয় নিয়ে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গুরুতর আহত অবস্থায় সামাজিক যোগাযোগের মাধ্যমের একটি লাইভে নাজমুল হাসান ছুরিকাঘাতের সময় কয়েক জনের নাম প্রকাশ করে বলেন, তিনি তাদেরকে চিনতে পেরেছেন। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ এখনো আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত