হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজমুল হাসান (৩৫) নামের এক ব্যবসায়ী নেতা খুন হয়েছেন। রোববার দুপুর ২টায় রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল রহিমপুর ইউনিয়নের প্রতাপী গ্রামের লুকুছ মিয়ার ছেলে। তিনি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও রহিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা। 

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একটি মাইক্রোবাসযোগে দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারে এসে নাজমুল হাসানকে তাঁর বাসার সামনে রাম দা দিয়ে কোপায়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সন্ধ্যা ৭টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ দিকে তাঁর মৃত্যুর সংবাদ প্রকাশ হওয়ার পর চৈত্রঘাট বাজার এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা একই এলাকার প্রতিপক্ষ জুয়েল আহমদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজির উদ্দীন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতাপী গ্রামের জুয়েল আহমদের সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ নানা বিষয় নিয়ে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গুরুতর আহত অবস্থায় সামাজিক যোগাযোগের মাধ্যমের একটি লাইভে নাজমুল হাসান ছুরিকাঘাতের সময় কয়েক জনের নাম প্রকাশ করে বলেন, তিনি তাদেরকে চিনতে পেরেছেন। 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ এখনো আসেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার