হোম > সারা দেশ > মৌলভীবাজার

কলেজে ঢুকে টিকটক ভিডিও করায় ২ বহিরাগত গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে ক্লাস চলাকালে চত্বরে ঢুকে অযথা ঘোরাফেরা ও টিকটক করার অভিযোগে বহিরাগত দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে ওই যুবকদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন—পৌর এলাকার দক্ষিণ রেল কলোনির বাসিন্দা ইমন আহমদ (২০) ও জয়পাশা এলাকার তৌফিকুর রহমান (১৮)। 

কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ বলছে, বুধবার সকালে সরকারি কলেজে ক্লাস চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে ইমন ও তৌফিক। এ সময় তাঁরা কলেজ ক্যাম্পাসে অযথা ঘোরাফেরা ও স্মার্টফোনে টিকটক এবং ছবি তুলতে থাকে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসলে তাঁদের পরিচয় জানতে চাওয়া হয়। তখন তারা কলেজের ছাত্র দাবি করলেও কোনো শিক্ষার্থী পরিচয়পত্র দেখাতে পারেনি। এ সময় ওই দুই যুবককে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার জন্য বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নানসহ শিক্ষকেরা। কিন্তু তৌফিক ও ইমন উল্টো ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ ও ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। পরে তাদের আটকে রেখে কুলাউড়া থানা–পুলিশকে খবর দেওয়া হলে সেখান থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নান বলেন, ‘কলেজ ক্যাম্পাসে দুই যুবকের সন্দেহজনক ঘোরাফেরা ও মোবাইলে নানা অঙ্গভঙ্গি করে টিকটকে ভিডিও ধারণ এবং কলেজের ছবি তুলছিলেন। তাঁদের পরিচয় জানতে চাইলে উল্টো আমাদের সঙ্গে তাঁরা অশোভন আচরণ শুরু করে। পরে তাঁদের আটকে রেখে পুলিশের কাছে দিয়েছি। তাঁরা কোনো শিক্ষার্থী নয়।’ 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক বলেন, ‘কলেজে ঢুকে বখাটেপনা করার দায়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে ১৫১ ধারায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।’ 

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট