হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিক আটক 

মৌলভীবাজারের কমলগঞ্জের চা-বাগান থেকে অস্ত্রসহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা-বাগানের মিলন তংলার পরিত্যক্ত বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ইয়ারগান জব্দ করা হয়।

আটকেরা হলেন সতিন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্রাট রিয়াং (২১), সুমিরন রিয়াং (৩১)। তাঁরা সবাই ভারতের রাজকান্দী জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের ৮ কিলোমিটার ভেতরে বন্য শূকর ও বিভিন্ন প্রাণী মারার জন্য ছয় ভারতীয় নাগরিক এসেছিলেন। স্থানীয়দের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘাছড়া চা-বাগানে অভিযান চালিয়ে ছয়টি এয়ারগানসহ তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা দুজন পালিয়ে যান। আটকদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

কুরমা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো তথ্য দিতে পারবেন না।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য শূকর ও বিভিন্ন প্রাণী মারার জন্য তারা বাংলাদেশে প্রবেশ করে। আটকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি