হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে অস্ত্রসহ ৪ ভারতীয় নাগরিক আটক 

মৌলভীবাজারের কমলগঞ্জের চা-বাগান থেকে অস্ত্রসহ চার ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা-বাগানের মিলন তংলার পরিত্যক্ত বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ইয়ারগান জব্দ করা হয়।

আটকেরা হলেন সতিন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্রাট রিয়াং (২১), সুমিরন রিয়াং (৩১)। তাঁরা সবাই ভারতের রাজকান্দী জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশের ৮ কিলোমিটার ভেতরে বন্য শূকর ও বিভিন্ন প্রাণী মারার জন্য ছয় ভারতীয় নাগরিক এসেছিলেন। স্থানীয়দের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে বাঘাছড়া চা-বাগানে অভিযান চালিয়ে ছয়টি এয়ারগানসহ তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা দুজন পালিয়ে যান। আটকদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

কুরমা বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো তথ্য দিতে পারবেন না।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্য শূকর ও বিভিন্ন প্রাণী মারার জন্য তারা বাংলাদেশে প্রবেশ করে। আটকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট